Our mission
The Bangladesh Unity Forum is a UK-based not-for-profit organisation established to represent the interests of persons of Bangladeshi origin living in the UK.
Our mission is to raise awareness and advocate for the rights and freedoms of those living in Bangladesh. Regardless of their religious or political affiliation, we believe Bangladeshi people should have their freedoms protected.
We will shed light on what is currently going on in Bangladesh, including reports of human rights abuses, violence against minority and religious groups, political activists and women and girls. We will also help draw attention to the repression of media, judicial freedoms, as well as wider societal, economic, geopolitical or democratic challenges facing the country.
The Bangladesh Unity Forum is a secular organisation that operates across the UK and collaborates with local and national government authorities, institutions, organisations, charities, human rights bodies and think tanks to achieve its objectives.
- To monitor and engage with community concerns and issues and facilitate space for debate, discussion and engagement within community groups.
- To inform members of the Bangladeshi diaspora community and beyond about critical issues within Bangladesh.
- To engage with governmental, public and private entities over concerns raised by members of the British Bangladeshi diaspora and ensure their views are represented.
- To provide impartial, expert or third-party opinion and commentary on Bangladeshi current affairs.
- To establish links with other groups and organisations representing the interests of the Bangladeshi diaspora community in the UK and other jurisdictions.
Who We Are
Unity Forum for Bangladesh (UFB) is a UK-based non-partisan platform committed to promoting democratic values, defending human rights, and amplifying the voices of those oppressed in Bangladesh. At a time of escalating political unrest, censorship, and state-sanctioned violence, we stand in solidarity with the people of Bangladesh in their pursuit of freedom, justice, and accountable governance.
What We Do
- Publish Reports & Analysis: Evidence-based assessments of political developments, human rights violations, and state repression.
- Host Events & Campaigns: Public webinars, awareness drives, and policy briefings in the UK and internationally.
- Support Victims & Whistleblowers: Legal and humanitarian aid to individuals and families affected by political persecution.
- Build International Solidarity: Collaboration with diaspora groups, NGOs, and democratic institutions worldwide.




ভাষা শহীদ
বাংলা ভাষা আন্দোলন ছিল ১৯৪৭ থেকে ১৯৫৬ পর্যন্ত তৎকালীন পূর্ব বাংলায় (বর্তমান বাংলাদেশে) সংঘটিত একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন। মৌলিক অধিকার রক্ষাকল্পে পূর্ব বাংলায় মাতৃভাষা বাংলা ভাষাকে ঘিরে সৃষ্ট এ আন্দোলনের মাধ্যমে বাংলাকে তদানীন্তন পাকিস্তান অধিরাজ্যের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে গণদাবির বহিঃপ্রকাশ ঘটে।

আবদুল জব্বার
জব্বার জন্ম ১৩২৬ বাঙ্গাব্দের ২৬ আশ্বিন ১৯১৯ সালের ১১ অক্টোবর ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাঁচুয়া গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।জন্মগ্রহণ করেন।[১] তার পিতার নাম হাসান আলী এবং মাতার নাম সাফাতুন নেছা। তার অন্য ভাইদের নাম হচ্ছে – আবদুল কাদের ও এ,এইচ,এম আসাদ (নয়ন)। তিনি স্থানীয় ধোপাঘাট কৃষ্টবাজার প্রাথমিক বিদ্যালয়ে কিছুকাল অধ্যয়নের পরে দারিদ্র্যের কারণে লেখাপড়া ত্যাগ করে পিতাকে কৃষিকাজে সাহায্য করেন। পনের বছর বয়সে গৃহত্যাগ করেন।[১]

আবদুস সালাম
সালাম ১৯২৫ সালের ২৭ নভেম্বর ফেনীর দাগনভূঞা উপজেলার লক্ষণপুর গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার নামানুসারে পরবর্তীতে গ্রামের নামকরণ করা হয় সালামনগর। তার পিতার নাম মোহাম্মদ ফাজেল মিয়া ও মাতার নাম দৌলতের নেছা। ফাজেল মিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন এবং ইরাকের বসরায় কর্মরত ছিলেন। সালাম কৃষ্ণরামপুর প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষাজীবন শুরু করেন। এরপর তৎকালীন মাতুভূঁই কলিমুল্লাহ মাইনর স্কুলে (বর্তমানে মাতুভূঁইয়া উচ্চ বিদ্যালয়) অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ার পর আতাতুর্ক মডেল হাই স্কুলে (তৎকালীন দাগনভূঞা আতাতুর্ক হাইস্কুল) ভর্তি হন এবং সেখানে দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন। আর্থিক অনটনে পরবর্তীতে তার লেখাপড়া বন্ধ হয়ে যায়।

আবুল বরকত
বরকত ১৯২৭ সালের ১৩ জুন (মতান্তরে ১৬ জুন) তৎকালীন ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভরতপুর অঞ্চলের বাবলা গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।[৩] তার ডাক নাম আবাই। তার পিতার নাম শামসুদ্দিন ও মাতার নাম হাসিনা বেগম। বাবলা প্রাথমিক বিদ্যালয়ে তিনি তার শিক্ষাজীবন শুরু করেন। আবুল বরকতের প্রাতিষ্ঠানিক শিক্ষার সূচনা হয় বাবলা বহড়া প্রাথমিক বিদ্যালয়ে। তিনি ১৯৪৫ সালে তালিবপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ১৯৪৭ সালে বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। ভারত বিভাগের পর ১৯৪৮ সালে তার পরিবার ঢাকাতে চলে আসে। ১৯৫১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে দ্বিতীয় শ্রেণিতে চতুর্থ হয়ে স্নাতক সম্পন্ন করেন এবং একই বিভাগে স্নাতকোত্তরে ভর্তি হন।[৩]
Join the Movement
Unity Forum for Bangladesh
Unity Forum for Bangladesh invites concerned citizens, human rights defenders, academics, journalists, and global allies to stand with us in defense of democracy and human dignity. Subscribe to our newsletter, become a member, or support our campaigns.